সলিমাবাদ আনোয়ার খান মডেল নিম্ন মাধ্যামিক বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ৫নং সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামে ১৩০ শতাংশ ভুমির উপর প্রতিষ্ঠানটি অবস্থিত। বিদ্যালয়টি ২০০৭ ইং সালে স্থাপিত হয়। সলিমাবাদ গ্রামে একটি ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয় দুইটি, অগ্রণী ব্যাংক একটি, বিদ্যালয়ের মাঠের উত্তর পার্শ্বে ইউনিয়ন পরিষদ ভবন ও বাজার অবস্থিত। বিদ্যালয়ের দক্ষিণ পাশ দিয়ে নাগরপুর চৌহালী পাকা রাস্তা রহিয়াছে। সলিমাবাদ গ্রামে প্রায় ১৫০০০ (পনের হাজার) জন সাধারণের বসবাস। অত্র গ্রামে প্রায় সম্ভ্রান্ত পরিবারের বসবাস। গ্রামটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিত।
বিদ্যালয়টি ২০০৭ সালে বেসরকারী ভাবে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি এখানে ৬ষ্ঠ হইতে ৮ম শ্রেণী পর্যন্ত ১৪৫ জন ছাত্র/ছাত্রী লেখা পড়া করে। প্রতিষ্ঠানটির নিম্ন মাধ্যমিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক এবং শিক্ষক মন্ডলী সকলেই উদ্যোগী।
শ্রেণী মোট ছাত্রী ৬ষ্ঠ ৬৫ ৪০ ৭ম ৩৫ ২০ ৮ম ৪৫ ০৫ সর্বমোট = ১৪৫ জন ৬৫ জন
নাম কমিটিতে অবস্থান শিক্ষাগত যোগ্যতা পেশা
জনাব মোঃ আনোয়ার হোসেন খান সভাপতি বি.কম ব্যবসায়
’’ মোঃ হাবিজুর রহমান সহ সভাপতি এইচ.এস.সি ব্যবসায়
’’ আব্দুল আলিম মিয়া সদস্য এস.এস.সি ব্যবসায়
’’ মোঃ জিন্নাহ্ মিয়া সদস্য এস.এস.সি ব্যবসায়
’’ মোঃ আজিজুল হক সদস্য এস.এস.সি ব্যবসায়
’’ মোঃ রশিদুল ইসলাম সদস্য এস.এস.সি ব্যবসায়
’’ মোঃ শাহানুর ইসলাম সদস্য এস.এস.সি ব্যবসায়
’’ মোঃ শাহিনুর খান সদস্য এস.এস.সি ব্যবসায়
একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। বিজ্ঞান ভিত্তিক আধুনিক সুশিক্ষায় ছাত্র/ছাত্রীদেরকে শিক্ষিত করে গড়ে তোলা।
সলিমাবাদ আনোয়ার খান মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,
ডাকঘর- সলিমাবাদ, উপজেলা- নাগরপুর, জেলা- টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস